এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় খামারের মালবাহী গাড়ির ধাক্কায় মোহাম্মদ আবদুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সামশুল আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ জানান, ঘটনারদিন খামারে গাড়িতে (পাওয়ার ট্রলি) করে মালামাল নিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে শিশুটি গাড়ির পেছনে ঝুলতে থাকে। এক পর্যায়ে গাড়ি ব্রেক করলে শিশুটি রাস্তায় পড়ে যায় এবং গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে শিশুটি ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।