এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনস্থ খাজা হোটেলের মালিক আবদুস সবুর (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….. রাজেউন)।
তিনি আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার আধু ফকির পাড়ার বাসিন্দা। রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

প্রয়াতের পুত্র নাজিম উদ্দিন জানান, তার পিতা বেশ কিছুদিন যাবত দূরারোগ্যরোগে ভূগছিলেন। একইদিন আছরের নামাজের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, ১৯৭৮ সালে উপজেলা সদর বটতলী স্টেশনে খাজা হোটেল প্রতিষ্ঠা করেন আবদুস সবুর প্রকাশ সম্ভু ফকির। প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে হোটেলটি পরিচালিত হয়ে আসছে। আবদুস সবুরের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।