এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত ৩ জন অসহায় রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
ক্যান্সার আক্রান্তরা হলেন উপজেলার পশ্চিম আমিরাবাদ মাষ্টার পাড়ার আবদুল মোনাফের স্ত্রী সুমি আক্তার, আধুনগর দক্ষিণ হরিণা জলদাশ পাড়ার মৃত পুলিন বিহারীর কন্যা নির্মলা জল দাশ ও আধুনগর সিপাহী পাড়ার মৃত নজির আহমদের স্ত্রী লায়লা বেগম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ ও উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষে সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এ চেক বিতরণ করা হয়।