এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ সংলগ্ন উত্তর আমিরাবাদ মীর পাড়ায় সিরাজুল ইসলামের কোরবানীর গরু চুরি হয়ে গেছে। ২০ আগষ্ট শেষরাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গত ১৯ আগষ্ট পদুয়া তেওয়ারী হাট থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়ে গরুটি কোরবানীর জন্য ক্রয় করেছিলেন বলে জানান ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম।
জানা যায়, গরুটি ক্রয় করে বাড়ির বাউন্ডির ভিতর রেখেছিল। রাতের যে কোন সময় চোরের দল বাড়ির বাউন্ডারী ওয়ালের গ্রীল কেটে গরুটি নিয়ে যায়। সকালে গরুটি না দেখে ও বাউন্ডারী ওয়ালের গ্রীল কাটা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন পরিবারের লোকজন।
উল্লেখ্য, ইদানিং লোহাগাড়ায় ব্যাপকহারে গরু চুরির ঘটনা ঘটছে। এতে গরুর মালিকরা আতংকের মধ্যে রাত যাপন করছেন বলে জানা গেছে।