Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় করোনা সন্দেহে ৩৪ জনের নমুনা সংগ্রহ, ২৬ জনের রিপোর্ট নেগেটিভ

লোহাগাড়ায় করোনা সন্দেহে ৩৪ জনের নমুনা সংগ্রহ, ২৬ জনের রিপোর্ট নেগেটিভ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ পর্যন্ত ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৬ জনের রিপোর্ট নেগেটিভ এবং অপর ৮ জনের রিপোর্ট কাল বা পরশু পাওয়া যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলা সদরে লোহাগাড়া সিটি হাসপাতালসহ এক ভবন, জঙ্গল পদুয়ায় ৪ পরিবার ও রশিদের পাড়ায় ১ বাড়ি লকডাউনে রয়েছে। পর্যায়ক্রমে লকডাউন হওয়া পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো হবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রশিদের পাড়ায় ১ বাড়ির ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!