এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আজ ২০ মে রবিবার এক ইভটিকারকে ভ্রাম্যমান আদালতের সাজা দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
সাজাপ্রাপ্ত মোঃ ইয়াছিন আরফাত (২৬) চকরিয়া উপজেলার পেকুয়া এলাকার মোজাফফর আহমদের পুত্র। তিনি পেশায় একজন কাঠমেস্ত্রী।

জানা যায়, প্রায় তিন মাস যাবৎ উক্ত ছাত্রীকে বিদ্যালয় যাবার সময় উত্যক্ত করে আসছিল ওই বখাটে। ওই স্কুল ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবককে অবহতি করেন। প্রতিদিনের ন্যায় আজও সকালে বিদ্যালয়ে যাবার পথে উত্যক্ত করলে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন প্রধান শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বখাটেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
একইদিন ওই বখাটেকে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ওই বখাটেকে ১৫ দিনের সাজা প্রদান করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মাদক, সন্ত্রাসী, ইভটিজার, বাল্য বিবাহ, নারী নির্যাতনে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।