এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক ইভটিজারকে দু’মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ইভটিজার নুরুন্নবী (২৪) লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়া নওশেদ মিয়ার পুত্র। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।

জানা যায়, ইভটিজার ওই ছাত্রীটি দীর্ঘদিন থেকে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় ৭ নভেম্বর দুপুরে ওই ছাত্রীকে উত্যক্ত করার বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) জানতে পারে। তিনি তাৎক্ষণিকভাবে এসআই মোঃ হেলাল খাঁনকে ঘটনাস্থলে পাঠান এবং ইভটিজারকে আটক করে থানায় নিয়ে আসেন।
পরে ইভটিজারকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত ছাত্রীর জবানবন্দির প্রেক্ষিতে ইভটিজারকে দু’মাসের কারাদন্ড প্রদান করে।