এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে মহিলাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল নাটোরের গুরুদাসপুর থানার পিপলা এলাকার আবু তালেবের পুত্র আমজাদ হোসেন (৩০) ও কুমিল্লার মুরাদনগর থানার মির্জাপুর দক্ষিণ পাড়ার মো. রুবেলের স্ত্রী তাসলিমা বেগম (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে (ঢাকামেট্রো-গ-২৭-৫৪৮০) তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।