এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৬ হাজার ১শ পিস ও ৩০ লিটার চোলাইমদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলার সদর থানার বাইন সমের্ত এলাকার মৃত মোস্তফা হাওলাদারের পুত্র মো. মনির (৩৪) ও কক্সবাজারের চকরিয়া থানার উত্তর ভরামহুরী হিন্দু পাড়ার মৃত পেঠান দাশের পুত্র পূর্ণ দাশ (৪০)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে তল্লাশী করা হয়। এ সময় মো. মনিরের কাছ থেকে পাওয়ায় ৬ হাজার ১শ পিস ইয়াবা। অপরদিকে, যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পূর্ণ দাশের কাছে পাওয়া যায় ৩০ লিটার চোলাইমদ। তারা ইয়াবা ও চোলাইমদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।