এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবা ও প্রাইভেট কারসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট অফিসের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ সরোজপুর ইউনিয়নের বাহাপুর এলাকার জহুরুল হকের ছেলে আবদুল মালেক (৩০), একই ইউনিয়নের আলোক পাড়ার মো. বেচু মিয়ার ছেলে তানভির হোসেন (২৬) ও একই এলাকার আবদুল জলিলের ছেলে মো. নাছির (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা ইয়াবাগুলো প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবা ও কারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।