এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট অফিস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৫ মে বিকেলে এ অভিযান পরিচালনা তাদেরকে গ্রেফতার করেন লোহাগাড়ার এসআই আবদুল হক ও এসআই সেকাব উদ্দিন সেলিম। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট করারও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হল জামালপুর বক্সিগঞ্জ মাঝি পাড়ার আসাদ আলীর পুত্র রাসেল খান (৩০) ও টেকনাফের সাবরাং পাছড়ি পাড়ার আবদুর রশিদের পুত্র সাদ্দাম হোসেন (১৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৬ হাজার পিচ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তাদেরকে আজ ১৬ মে সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।