এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পদুয়া আঁধামানিক আউয়াল পাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২০ এপ্রিল শনিবার বিকেল ৪টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন।
গ্রেফতার মাদক বিক্রেতা শাহ আলম (৩৭) ওই এলাকার মাহমুদ মিয়ার পুত্র।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃতের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ২১ এপ্রিল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।