
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ আবদুল আমিন প্রকাশ পেঠান (২৮) নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পেঠান কক্সবাজারের টেকনাফ থানার মৌচনী পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র।
পুলিশ জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পেঠান ইয়াবাগুলো টেকনাফ থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তার শারীরিক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।