এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় গরীব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে ১২শ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পাবলিক হলে ২২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম। প্রধান অতিথি ছিলেন মরক্কো আগাদীর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক ও সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহি। বক্তব্য রাখেন তুর্কী দিয়ানেট ফাউন্ডেশনের প্রতিনিধি ইব্রাহিম কর্লোস, আবদুল্লাহ উসহাক, ওমর, সংসদ সদস্যের সচিব এরফানুল হক, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আরমান বাবু রোমেল। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ে ভূয়ষী প্রশংসা করেন। আগামীতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরনার্থীসহ বাংলাদেশের বিভিন্নস্থানে অসহায় মানুষদের প্রতি তাদের তুর্কি দিয়ানেট ফাউন্ডেশনের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা থাকবে। এ ব্যাপারে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানের কথা উল্লেখ করেন।