এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান সিকদার পাড়ায় আওয়ামী লীগ নেতা আলমগীর সিকদারের দাফন সম্পন্ন হয়েছে। আজ ২৪ জুলাই বুধবার বিকেল ৫টায় গৌড়স্থান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা সামশুদ্দিন।
নামাজে জানাজা পূর্বে বক্তব্য রাখেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, বান্দরবান পৌরসভা মেয়ার ইসলাম বেবী, পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ইউনুছ ও মরহুমের ছোট ভাই মোঃ দস্তগীর সিকদার মানিক।
নিহত আলমগীর সিকদার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর পুত্র।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মঙ্গলবার রাতে লামার সরই ইউনিয়নের খামার বাড়ি থেকে ফেরার পথে হাসনা ভিটা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে পাহাড়ি এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশ দিয়েছে।