এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মাসিক আইশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সভা আজ ২৪ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি ড. নদভী এমপি উপজেলায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশী নজরদারী এবং নিয়মিত টহল বৃদ্ধি করার জন্য লোহাগাড়া থানার ওসিকে নির্দেশ দেন। এছাড়াও কোন বহিরাগত লোক ও রোহিঙ্গা প্রবেশ করে যাতে নাশকতা কিংবা আইশৃঙ্খলা বিনিষ্ট করতে না পারে সেদিকেও নজরদারী বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি।