এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. জাফর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ জুন) সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের থমথমিয়া খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. জাফর ওই এলাকার মৃত আবুল হাসেমের পুত্র।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, নির্দেশনা থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ জরিমানা করা হয়েছে। অভিষ্যতে এ ধরণের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন অভিযুক্ত জাফর।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ও সরঞ্জাম নষ্ট করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।