এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের আবাহা জেলার নাজরানে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ২২ নভেম্বর রাতে (সৌদিয়া আরব সময়) এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ (৩৫) উপজেলার চরম্বা ইউনিয়নের কালোয়ার পাড়ার আহমদ হোসেনের পুত্র ও তিন সন্তানের জনক বলে জানান চরম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাদত উল্লাহ।
জানা যায়, আবদুর রশিদ সৌদিয়া আরবের আল নাহদি ফার্মেসিতে কাজ করতেন। তার সহকর্মীরা জানান, রাতে কাজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি পেছনের দিকে নেয়ার সময় চাপা পড়ে আবদুর রাশেদ। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবদুর রশিদের মৃত্যুর সংবাদে চরম্বা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজরানে শহরের একটি সরকারি হাসপাতালে রয়েছে।