Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার মেয়ে সানি জেলা আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত

লোহাগাড়ার মেয়ে সানি জেলা আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত

290

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর রূপবান পাড়ার মেয়ে তানজিন আক্তার সানি ২ হাজার ২৭৯ ভোট পেয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ৫ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করেন।

তানজিন আক্তার সানি উপজেলার আধুনগর ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরীর প্রথম কন্যা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সানিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

তানজিন আক্তার সানি বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল বিজ্ঞ আইনজীবীর নিকট। যারা তাকে সহযোগিতা, সমর্থন ও দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মূল্যবান ভোট প্রদান করে সদস্য নির্বাচিত করেছেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক তাঁর উপর আরোপিত সকল দায়-দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকব। তার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নবনির্বাচিতরা :

সভাপতি পদে বিজয়ী হয়েছেন সৈয়দ মোক্তার আহমদ (আইনজীবী সমন্বয় পরিষদ)। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মো. ছাবেদুর রহমান (আইনজীবী ঐক্য পরিষদ), মো. আজিজুল হক চৌধুরী (আইনজীবী ঐক্য পরিষদ)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এএইচএম জিয়াউদ্দিন (আইনজীবী সমন্বয় পরিষদ)। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কবির হোসাইন (আইনজীবী ঐক্য পরিষদ)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঈনুল আলম চৌধুরী টিপু (আইনজীবী সমন্বয় পরিষদ)। পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী আকবর সানজিক (আইনজীবী ঐক্য পরিষদ)। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রুনা কাসেম (আইনজীবী ঐক্য পরিষদ)। তথ্য ও প্রযুক্ত সম্পাদক মো. ইমরুল হক মেনন (আইনজীবী সমন্বয় পরিষদ)। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এএসএম রিদুয়ানুল করিম (২৩৩৯ ভোট), তানজিন আক্তার সানি (২২৭৯ ভোট), মো. মেজবাহ উদ্দীন (২১৬৮ ভোট), মো. ওমর ফারুক (২১১৭ ভোট), মোহাম্মদ নাজমুল ইসলাম (১৯৬৩ ভোট), মো. মনজুর হোসেন (১৯২৬ ভোট), শফিউল আজম বাবর (১৯০৩ ভোট), শেখ তাপসী তহুরা (১৯০০ ভোট), নাসরিন আক্তার চৌধুরী (১৮৯৮ ভোট), মো. রবিউল আলম (১৮৮৩ ভোট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!