এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার তরুণ ব্যবসায়ী আবু কাউছার (৪৩) আর নেই। আজ ৬ জানুয়ারী বেলা সাড়ে ৩টায় নগরীর লালখান বাজারস্থ একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ব্যবসায়ী আবু কাউছার উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার রশিদ আহমদের ২য় পুত্র।
জানা যায়, নগরীর বাসার পাশ্ববর্তী বস্তিতে অগ্নিকান্ড দেখে তিনি ছুঁটে যান। আগুনে নেভাতে গিয়ে অসাবধান বশতঃ ছাদ থেকে পড়ে তিনি গুরতর আহত হন। আহত অবস্থায় নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আগামীকাল ৭ জানুয়ারী সকাল ১১টায় পদুয়া জে.বি.এস গ্রামার স্কুলে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।