এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তিন পথের মাথা এলাকা হতে ৬ জুন বুধবার সকালে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার আসহাব মিয়া (৩৫) বড়হাতিয়া আইয়ুব সিকদার পাড়ার মৃত গুনু মিয়ার পুত্র বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে লোহাগাড়া থানার এসআই জাকির সিকদারের নেতৃত্বে একটি ফোর্স বড়হাতিয়া তিন পথের মাথা এলাকায় ইয়াবা বিক্রিকালে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতার আসহাব মিয়া একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত এ ব্যবসায় চালিয়ে আসছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় জিআর (৬৬/১৭) মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ৭ জুন বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।