এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো সেল কাউন্টার মেশিনের মাধ্যমে সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ড) পরীক্ষা সেবা চালু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
জানা যায়, অত্যন্ত দামী এই মেশিন কোনো প্রকার সরকারি বরাদ্দ ব্যতীত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় ব্যবস্থাপনায় অত্র হাসপাতালে প্রথমবারের মতো সংযোজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সেল কাউন্টার মেশিনের মাধ্যমে সিবিসি পরীক্ষা দ্রুত ও নির্ভুলভাবে রক্তের হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের পরিমাণ নির্ণয় করা সম্ভব। এতে রোগীদের রক্তশূন্যতা, সংক্রমণ এবং অন্যান্য রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি লোহাগাড়ার স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের সূচনা। আধুনিক প্রযুক্তির এই সেবা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে আরও কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সকল কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও নার্সগণ উপস্থিত ছিলেন।