এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১৬ দিন পর সেই সাইফুল ইসলাম সজিবকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় বাঁশখালী উপজেলা বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের পুত্র ও স্থানীয় পদ পদবি বিহীন যুবলীগ নেতা।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুল এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছিল। সরকার পতনের পর সাইফুল আত্মগোপনে চলে যায়। গত ৯ সেপ্টেম্বর ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয়রা।
পরে থাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামি বুঝে নিয়ে স্থানীয়দের চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন পুলিশ হেফাজত থেকে আসামি সাইফুল কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় একইদিন তৎকালীন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছিল।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।