এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বনবিভাগের অভিযানে ৫ হাজার ঘনফুট বালু ও ৪টি মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দিনব্যাপী চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিটের হাজাইল্যা খাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক আজহারুল ইসলাম। সাথে ছিলেন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জলিলুর রহমান ও সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।

সাতগড় বিট কর্মকর্তা জানান, বনবিভাগের আওতাধীন একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি মেশিন জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হবে। এ ব্যাপারে বন আদালতে মামলার প্রস্তুতি চলছে।