Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৩ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লোহাগাড়ায় ৩ দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৩ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানে মদিনা স্টোরের তানজিমকে ২০ হাজার টাকা, ফরিদ স্টোরের ফরিদকে ১০ হাজার টাকা ও জাফর স্টোরের আবু হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা ও ক্রয়কৃত পণ্যের রশিদ না থাকায় ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!