এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ১৭টি যানবাহনকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আমিরাবাদ স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। তিনি জানান, অভিযানে রুট পারমিটহীন ২টি, ডাইভিং লাইসেন্সহীন ৫টি, ট্যাক্স টোকেনহীন ৩টি, ফিটনেসহীন ৩টি ও হেলমেটহীন গাড়ি চালানোর দায়ে ১৭টি যানবাহনকে ২৮ হাজার টাকার জরিমানা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সাথে ছিলেন বিআরটিএ চট্টমেট্রো- ২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আবদুল মতিন, বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল ফরহাদ ও এমিল চাকমা।