এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ১৩ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ অক্টোবর) উপজেলা সদর বটতলী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানে সাথে ছিলেন সেনাবাহিনীর মেজর আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। এই সময় সবজির দোকান, মুদি দোকান, ডিমের দোকান, মুরগির দোকান ও মহাসড়কের দুই পাশে বসা ভাসমান দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়। সিন্ডিকেট করে কোন প্রকার ব্যবসা পরিচালনা করা যাবে না। সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ১৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।