লোহাগাড়ায় সুজুকি মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করেছে পরিবেশক বাইক ভ্যালি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসির উত্তর পাশে অবস্থিত নতুন এ শোরুমের ফিতা এবং কেক কেটে উদ্বোধন করা হয়।
এ শোরুমে সুজুকি ব্রান্ডের নিত্যনতুন মডেলের মোটরসাইকেলের পাশাপাশি এক ছাদের নিচে গ্রাহকেরা কয়েকটি সেবা পেয়ে থাকবেন- মোটরসাইকেল বিক্রয়, সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশের বিক্রয় কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজুকির হেড অব সেলস তালুকদার ইশতিয়াক আল রাব্বী, হেড অব সার্ভিস শেখ নোমান ইবনে হক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুচ, এম.এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি এম.এ আজিজ, অত্র শোরুমের স্বত্বাধিকারী মোহাম্মদ তৈয়ব, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, স্থানীয় ইউপি সদস্য আলি আক্কাস প্রমুখ।