এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার কলাউজানে সিলিং ফ্যানে ঝুলছিল জহির উদ্দিন (৩৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান বাংলাবাজার এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জহির উদ্দিন ওই এলাকার আবু সালেকের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য খুরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৭ বছর যাবত জহির উদ্দিন মানসিক রোগে ভূগছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। প্রতিদিনের ন্যায় রাতে শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। এরপর যে কোন সময় শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে রশি টাঙিয়ে গলায় ফাঁস লাগান। সকালে শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। তবে ফাঁসির রশিতে ঝুলার কারণ কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।
লোহাগাড়া থানার এসআই সাইদুল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।