Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ

লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদর বটতলী স্টেশনে উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক ও সাংবাদিক তাজ উদ্দিন।

বক্তারা বলেন, সাংবাদিক ওমর ফারুক মাসুমকে হত্যাচেষ্টা মামলা রুজুর ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অথচ, হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করেনি। সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেন বক্তারা।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি হাবিবুর রহমান শহীদের ওপর সশস্ত্র হামলা করে ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী বাহিনী। এই সময় হামলাকারীরা মাসুমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। এই ঘটনায় ২১ ডিসেম্বর ১৩ জনকে এজাহারভূক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!