এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মো. জায়েদ (২১) নামে এক সাংবাদিক নিখোঁজ হয়েছেন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ও সদর ইউনিয়নের রশিদের পাড়ার সেলিম উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার (২৭ জুন) নিখোঁজ সাংবাদিকের মা মুর্শেদা বেগম থানায় সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত বুধবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াবাজার থেকে সাংবাদিক জায়েদ নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে পুলিশ কাজ করছে।