এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছেন মো. মামুনুর রশিদ (২২) নামে এক কলেজছাত্র। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও হামলার সাথে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহতের পরিবার।
আহত মামুনুর রশিদ উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হরিণা পাঠার পাড়ার আবুল হাশেমের পুত্র ও চট্টগ্রাম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১০ ফেব্রুয়ারি রাতে আহতের পিতা বাদী হয়ে ৫ জনকে এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন তানবীর আহমদ ফাহিম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ আকিব, মোহাম্মদ রানা ও মোহাম্মদ আকিব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের চাম্বি লেক থেকে আসার পথে এক মোটরসাইকেল আরোহী যুগলকে আসামিরা ধাওয়া করেন। স্থানীয়রা যুগলকে আসামিদের কবল থেকে রক্ষা করেন। পরদিন ৯ ফেব্রুয়ারি উক্ত ঘটনার ব্যাপারে স্থানীয়দের সাথে আসামিদের এক বৈঠকের সিদ্ধান্ত হয়। বৈঠকে মামুনুর রশিদের সাথে আসামিদের বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ৯ ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে ২টার দিকে খেলা শেষে বাড়ি ফেরার সময় উপজেলা সদরের টার্ফ স্পোর্টস এ্যারেনার সামনে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মামুনুর রশিদের উপর হামলা করেন। এতে ধারালো অস্ত্রের আঘাতে মামুনুর রশিদের মাথা ও পায়ে গুরতর জখমপ্রাপ্ত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরতর আহত অবস্থায় মামুনুর রশিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ জানান, সন্ত্রাসী হামলায় গুরতর আহত মামুনুর রশিদ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।