এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ এলাকায় দোহাজারী-কক্সবাজার রেললাইনের পাশে রোপিত প্রায় অর্ধশত আকাশমনি গাছের চারা আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ জানুয়ারি) বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রেললাইনের পাশে রোপিত গাছের চারা আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার দিনগত রাত কে বা কারা গাছের চারায় আগুন লাগিয়ে দিয়েছে। এতে প্রায় অর্ধশত গাছ মারা গেছে। পুড়ে যাওয়া গাছগুলোর বয়স প্রায় দেড় বছর। এলাকাবাসী বলছেন, মানুষ কিভাবে এমন কাজ করতে পারে? বিবেক কতটুকু নিচে গেলে গাছের সাথে এমন শত্রুতা করতে পারে? এটি মারাত্মক একটি অন্যায় কাজ। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জানা যায়, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন করতে গিয়ে কাটা পড়েছে সংরক্ষিত বনের কয়েক লাখ গাছ। যার কারণে পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে রেল লাইনের দুইপাশ জুড়ে প্রায় ৭ লাখ বনজ, ফলদ, ঔষধি গাছের চারা লাগানোর পরিকল্পনা করেছিল রেলওয়ে। প্রকল্পের অধীনে রেল লাইনের যেসব স্থানে সবুজ প্রকৃতি বা গাছ নেই সেসব জায়গায় এসব গাছের চারা লাগানো হয়েছে। এসব গাছের চারা বাঁচিয়ে রাখতে হলে রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরি। কিন্তু অরক্ষিত অবস্থায় থাকায় দুর্বৃত্তরা গাছের চারাগুলো নষ্ট করতে সাহস পাচ্ছে।
রেললাইন নির্মাণ প্রকল্পের ঠিকাদার তমা কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা রাসেল জামান জানান, প্রকল্পের কাজ শেষ হওয়ায় বর্তমানে তিনি এখানে দায়িত্বে নেই। রেললাইনের দুই পাশে গাছের চারা লাগানো ও দেখভাল করার দায়িত্ব আছে একটি এনজিও সংস্থা। গাছের চারা পুড়ে দেয়ার বিষয়টি দায়িত্বরত এনজিও সংস্থাকে অবগত করবেন বলে জানান তিনি।