Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য তৌহিদুল হকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলা সদরের নিজ কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগেরদিন তার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনছার খানম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৌহিদুল হক জানান, আমার প্রতিপক্ষ আনছার খানম তার স্বামীর নামে উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম-দক্ষিণ পাশে ক্রয় করা একটি জায়গার একাংশের গেটের তালাভেঙ্গে ও গাছকেটে পানি চলাচলের নালা নির্মাণ করা হয়েছে মর্মে আমার বিরুদ্ধে যে অপবাদের কথা উল্লেখ করেছেন তা আদৌ সত্য নয়।

এ প্রসঙ্গে প্রতিপক্ষ আদালত থেকে একটি মামলার কপি এনে থানায় হস্তান্তর করেছে তাতে আমি বিবাদী নয়। তারা আমাকেসহ ৬ জনের নামে থানায় একটি অভিযোগ করেন যেটির বৈঠক ছিলো ২০ জুন সন্ধ্যায় সেখানে উপস্থিত না হয়ে একইদিন সকালে সংবাদ সম্মেলন করেন। ফলে বিষয়টি আমি অপপ্রচার ও রহস্যবৃত বলে ধারণা করছি।

প্রতিপক্ষ আরও উল্লেখ করেছেন যে, পবিত্র ঈদুল আজহার রাতের আধাঁরে তার স্বামীর ক্রয়কৃত জায়গার চারপাশে দেওয়া সীমানা প্রাচীরের একপ্রান্তে গেইট ও অন্যপ্রান্তে সীমানাপ্রাচীর ভেঙ্গে ফেলি। উক্ত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।
উক্ত জায়গা সংলগ্ন স্থানে পাড়া-প্রতিবেশীরা জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েকমাস পূর্বে একটি নালা নির্মাণ করেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ও অপবাদসমূহের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!