এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভবানীপুর ডাক্তার আজিজ পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোহাম্মদ মামুনর রশীদ (৪৮) ও হারুনুর রশিদের স্ত্রী মাহমুদা খানম আরজু (৩৮)।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা ২০২৩ সনের ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তারা পুলিশ চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।