
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ভিক্ষার ছদ্মবেশে গৃহবধুকে মারধর করে লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সরদানি পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একইদিন ক্ষতিগ্রস্ত তফসির উদ্দিন (৪২) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার ফজল করিম সওদাগরের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় গৃহবধু রোকসানা আক্তার বাড়িতে একা ছিলেন। এ সময় বোরকা পরিহিত দুই জন মহিলা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইতে আসে। তাদেরকে ভিক্ষা দেয়ার জন্য চাল নিয়ে বসতঘরের দরজা খোলার সাথে সাথে গৃহবধুকে গলায় জোরে ধাক্কা দেয়। এতে সে পেছনে দেওয়ালে ধাক্কা লেগে মাথার আঘাত পান।
পরে ছদ্মবেশী ভিক্ষুকরা গৃহবধুকে এলোপাতাড়ি মারধর করে। এরপর গৃহবধুর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে আলমিরা ভেঙে এক ভরি ওজনের ৩টি বড় আংটি নিয়ে ও জিনিসপত্র ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। তারা পালিয়ে যাবার সময় বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। ছদ্মবেশী বোরকা পরিহিত ভিক্ষুকের মধ্যে একজন পুরুষ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনার ব্যাপারে ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner