এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অতিবিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ জাতের একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ জুন) রাতে উপজেলা সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সাতগড়িয়া পাড়া থেকে বনবিভাগ বানরটি উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, লোকালয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়া হয়। পরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ থেকে লোকজন এসে বানরটি উদ্ধার করে নিয়ে যান।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন জানান, রোববার (২২ জুন) লোকালয় থেকে উদ্ধার করা ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির একটি বানরটি ডুলাহাজার সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। এটি লরিসিডি পরিবারের একটি অতিবিপন্ন প্রাণী। খাবারের সন্ধানে বানরটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।