এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রশিদের পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল একই এলাকার মৃত মো. ইউসুফের পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইরফান সোবহান (২৩) ও আবুল হোসেনের পুত্র ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ বিন হোসাইন (২৩)।

পুলিশ জানায়, লোহাগাড়া থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার তথ্য প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।