এলনিউজ২৪টডকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় মো. এরশাদ (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের খান হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এরশাদ একই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত কায়কোবাদ চৌধুরীর পুত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর।
জানা যায়, গ্রেপ্তার এরশাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার (২৯ মার্চ) গ্রেপ্তার এরশাদকে আদালতে সোপর্দ করা হবে।