এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিয়ের তিন মাসে জোসনা আক্তার (১৯) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলা চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর পানত্রিশা এলাকায় বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জোসনা আক্তার একই এলাকার আব্দুস সালামের কন্যা ও একই ওয়ার্ডের পানত্রিশা এলাকার আবদুল আজিজের পুত্র আবদুল হাকিমের (২২) স্ত্রী।

এই ঘটনায় একইদিন নিহতের মা মঞ্জুরা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তার মেয়ে জোসনা আক্তারের সাথে পার্শ্ববর্তী এলাকার আবদুল হাকিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়ে পিত্রালয়ে বসবাস করে আসছে। মাঝে মধ্যে মেয়ের স্বামী তাদের বসতঘরে যাত্রিযাপন করতেন।
তারই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মেয়ের স্বামী তাদের বাড়িতে আসেন। রাতে তারা স্বামী-স্ত্রী একটি রুম রাত্রীযাপন করেন। রাত দেড়টার দিকে তারা স্বামী-স্ত্রী রুম থেকে বের হয়ে গোসল করে পুণরায় নিজেদের রুমে ঢুকে পড়েন। রাত ৩টার দিকে সাহরী খাওয়ার জন্য পরিবারের লোকজন তাদেরকে ডাকেন। কোন সাড়া না পাওয়ায় রুমের দরজা খোলা থাকায় পরিবারের লোকজন ভেতরে প্রবেশ করে দেখতে পান জোসনা আক্তার গলায় পরিহিত উড়না দিয়ে ঘরের চালের সাথে ঝুলে আছে। এই সময় তার স্বামীকে রুমে পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহতি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। সুরতহাল লিপিবদ্ধ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করা হয়েছে।