এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদ মল্লিক ছোয়াং হাজির পাড়ায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগী জাহেদ হোছাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি অন্যায়ভাবে জনৈক মোহাম্মদ মাইন উদ্দিন হাসান ও মোহাম্মদ মহসিন আহমদ তাদের নিজেদের দাবি করে জোরপূর্বক জবর-দখল এবং উচ্ছেদ করার চেষ্টা করে আসছে। চলতি সনের নভেম্বর মাসে তারা বাদী হয়ে আমার বিরুদ্ধে আদালতে দুইটি মামলা দায়ের করে।

এমতাবস্থায় গত ৯ ডিসেম্বর গভীর রাতে বিরোধীয় জমিতে দুই ট্রাক ইট ফেলে অভিযুক্তরা। পরদিন সকালে জমিতে গিয়ে দেখতে পান অভিযুক্তরা জায়গা মাপামাপি ও জমির মাঝখানে গর্ত করে খুঁটি দেয়ার চেষ্টা করছে। তখন বাঁধার মুখে বিরোধীয় জায়গায় কাজ বন্ধ করতে বাধ্য হন এবং ২০ ডিসেম্বর কাগজপত্র নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়।
কিন্তু ধার্যদিনে বৈঠকে না বসে গত ২১ ডিসেম্বর উক্ত বিরোধীয় জায়গার উপর আরো ৩ ট্রাক ইট মজুদ করে অভিযুক্তরা। এই সময় বাঁধা দিলে অভিযুক্তরা জাহেদ হোছাইন ও তার স্ত্রী রহিমা বেগম এবং বড় ছেলে মোহাম্মদ রাজিব হোছাইনকে মারধর করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান ভূক্তভোগী জাহেদ হোছাইন।
সংবাদ সম্মেলনে জাহেদ হোছাইন ও তার স্ত্রী রহিমা বেগম এবং বড় ছেলে মোহাম্মদ রাজিব হোছাইন উপস্থিত ছিলেন।