এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে মো. হাসান (৪০) নামে এক পান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মিরিখিল রেললাইনের পাশে একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসান একই এলাকার ইছহাক সওদাগরের পুত্র।
জানা যায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ করে চুনতি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেইদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেও পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যবসায়ীক টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার সময় তাকে হত্যা করে। পরে মরদেহ ব্রিজের নিচে ঢুকিয়ে রাখে। অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। এই ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।