ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নির্বাচনে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সাঁজোয়া যান এপিসি

লোহাগাড়ায় নির্বাচনে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সাঁজোয়া যান এপিসি

এলনিউজ২৪ডটকম: আগামীকাল ৫ জুন অনুষ্ঠিতব্য লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে যেকোন ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান এপিসি (আর্মর্ড পার্সোনাল ক্যারিয়ার)। মঙ্গলবার (৪ জুন) বিকেলে থেকে একটি সাঁজোয়া যান এপিসি থানা প্রাঙ্গণে রাখা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান এপিসি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৭১টি। মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন। ভোট কক্ষের সংখ্যা ৫৮১টি। এরমধ্যে স্থায়ী ৫৪৭টি ও অস্থায়ী ৩৪টি।

এদিকে নির্বাচনী মাঠে কাজ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন, স্ট্রাইকিং ফোর্স ৯টি, ১২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২টি টিম, মোবাইল টিম ২২টি এছাড়া বিপুলসংখ্যক পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে।

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী (আনারস), সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ (মোটরসাইকেল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তার (ফুটবল) ও জেসমিন আকতার (কলস)। ভাইস চেয়ারম্যান পদে মো. জমিল উদ্দীন (টিউবওয়েল), মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) ও ফরহাদুল ইসলাম (তালা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!