এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে পিলারের সাথে বাইকের ধাক্কায় ইমন খান অনিক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জব্বারিয়া সড়কের ১ নাম্বার ওয়ার্ডের হাজি রাস্তার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিক একই ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের খন্দকার পাড়ার নুরুল কবিরের পুত্র।

ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনিক নিজেদের বাড়ি থেকে বাইকযোগে সেনেরহাট যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে পিলারের সাথে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।