ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন

লোহাগাড়ায় নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। বুধবার (২০ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগদান পরে তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

জানা যায়, মতবিনিময়কালে হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিতে বেশ কিছু উদ্যোগ ও পরিকল্পনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এরমধ্যে রয়েছে রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জরুরি এবং বহির্বিভাগ সেবার দ্রুততা ও কার্যকারিতা নিশ্চিত করা, রোগীদের জন্য সার্বক্ষণিক মানসম্মত চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত করতে বিশেষ উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান এবং পুষ্টি নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ এবং গ্রামীণ এলাকায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে সেবা প্রদান, চিকিৎসক ও নার্সদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এবং চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি বিশ্বাস করি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই হাসপাতালে আমরা প্রতিটি রোগীর জন্য সমান এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করব। সকল চিকিৎসক, নার্স এবং কর্মীদের সহযোগিতায় আমরা একটি মডেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।

এছাড়া একইদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি টিকাদার ক্যাম্পেইন কার্যক্রম ও হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!