এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুই হোটেল মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। সাথে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, পণ্যের মেয়াদ না থাকা, বিদেশী পণ্যের গায়ে বাংলা ভাষায় কোনো বর্ণনা না থাকা, কাঁচা ও রান্না করা খাবার এক ফ্রিজে রাখা, ক্যাপ ও গ্লাভস পরিধান না করা, পোকায় খাওয়া বেগুন রান্না করার দায়ে হালাল ডাইনকে ৮ হাজার টাকা এবং আল মক্কা হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।