এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়ায় নুরুল আমিন নামে এক ব্যবসায়ীর বসতঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাইজ পাড়ার মৃত হাকিম আলীর পুত্র। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুরির বিষয়টি জানতে পারেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লুৎফুন্নিছা জানান, সকালে বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সকলে চট্টগ্রাম নগরে এক বিয়ে অনুষ্ঠানে যান। সন্ধ্যায় গৃহকর্তা নুরুল আমিন বসতঘরে এসে মূল দরজার তালা ভাঙ্গা ও রুমের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। চোরেরা বসতঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বসতঘর ফাঁকা পেয়ে স্থানীয় চিহ্নিত বখাটেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই ইকবাল জানান, চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।