এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় টেক্সির সাথে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তৌহিদুল ইসলাম (১৭) নামে বাইক আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বেলা ১২টার দিকে দরবেশহাট ডিসি সড়কের পুটিবিলা ইউনিয়নের জোট পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তৌহিদুল ইসলাম একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান ভেল্লাবর পাড়ার হারুনর রশিদের পুত্র।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে উপজেলা সদরমুখি বাইকের সাথে বিপরীতমুখি টেক্সির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাইক আরোহী তৌহিদুল ইসলাম গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তার মৃত্যু হয়। দূর্ঘটনায় টেক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইছহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তৌহিদুল ইসলাম উপজেলা সদরে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে চাকুরি করতো। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে এনে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় বাইক আরোহী মারা গেছেন বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।