এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ব্যাটারি চালিত যাত্রীবাহী টমটমের ধাক্কায় আবু বক্কর (৬৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধুনগর স্টেশনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবু বক্করের বাড়ি রংপুরের গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার কুড়িপাড়া গ্রামের মৃত হাকিম আলীর পুত্র।
স্থানীয়রা জানান, আবু বক্কর দীর্ঘদিন যাবত আধুনগর বাজার এলাকায় দিনমজুরের কাজ করে আসছেন। ঘটনারদিন তিনি বাসা থেকে বের হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় উপজেলা সদর বটতলী স্টেশনমুখি দ্রুতগতির যাত্রীবাহী একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে সে মাথা ও পায়ে গুরতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবু বক্করের পরিবার তাদের নিজ এলাকায় অবস্থান করেন বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রাজু জানান, দূর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেন নাই। এই ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।