এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আলেম এবং সুধীজনের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক আসাদ উল্লাহ ইসলামাবাদী।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরী।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মুহাম্মদ খালিদ জামিল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ড. মাহমুদুল হক ওসমানী, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা অহিদ আহমদ।